Wednesday, 22 September 2021

   04:50:18 AM

bmp
logo
পুনাক বিএমপি'র আয়োজনে, সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

2 months ago

COVID-19 দুর্যোগে ১১ জুলাই ২০২১ খ্রিঃ পুনাক, বিএমপি'র আয়োজনে, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড বরিশালে, বেলা ১২ঃ০০ (বারো) ঘটিকায় ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুনাক সভানেত্রী জনাব আফরোজা পারভীন(সহধর্মিনী বিএমপি কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) ।
এ-সময় তিনি বলেন, "যে-কোন দুর্দিনে 'পুনাক ' সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাই "।

এসময়ে উপস্থিত ছিলেন, পুনাক বিএমপি সহ সভানেত্রী  স্বাতীরেমা (সহধর্মিনী বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার  প্রলয় চিসিম), পুনাক বিএমপি সাংস্কৃতিক সম্পাদিকা জনাব মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি  মনজুর রহমান পিপিএম-বার), পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা জনাব সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের),
জনাব তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর  মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি  রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।