Monday, 05 June 2023

   12:43:02 PM

bmp
logo
পুনাক বিএমপি'র আয়োজনে, সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

1 year ago

COVID-19 দুর্যোগে ১৩ জুলাই ২০২১ খ্রিঃ পুনাক, বিএমপি'র আয়োজনে রুপাতলি বাসস্ট্যান্ড , লঞ্চঘাট, ফলপট্টি, গীর্জা মহল্লা, কাকলীর মোড়, জেলা স্কুল মোড়, পুলিশ লাইন রোড, আলেকান্দা সড়ক, বটতলা মোড়, আমীর কুটির, হাতেম আলী কলেজ চৌমাথা সহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত ভাসমান সুবিধা বঞ্চিত ও রাস্তায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বেলা ১২ঃ৩০ (বারো) ঘটিকা থেকে ১৪ঃ৪৫ ঘটিকা পর্যন্ত উক্ত খাদ্য বিতরণ কর্মসূচিতে  পুনাক সভানেত্রী  আফরোজা পারভীন(সহধর্মিনী বিএমপি কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) এর নেতৃত্বে, পুনাক বিএমপি সহ সভানেত্রী  স্বাতীরেমা (সহধর্মিনী বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার  প্রলয় চিসিম), পুনাক বিএমপি সাংস্কৃতিক সম্পাদিকা  মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা  সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  খান মুহাম্মদ আবু নাসের),
 তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর  মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি  রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি  নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।