Monday, 05 June 2023

   12:22:51 PM

bmp
logo
লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতায়, বিএমপি কর্তৃক নগরীতে মোটরযাত্রা অনুষ্ঠিত।

1 year ago

লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতা উপলক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর আদেশক্রমে, ১০ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় নগরীতে মোটরযাত্রা অনুষ্ঠিত হয়।

উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  মোঃ নজরুল হোসেন এর নেতৃত্বে, র্যালিটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে, রাজা বাহাদুর সড়ক, শিশু পার্ক, শেরে-বাংলা মেডিকেল কলেজ, আমতলা মোড়, রুপাতলী, কালিজিরা ব্রিজ, হিরণ পয়েন্ট হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।মোটর শোভাযাত্রার শুরুতে, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  মোঃ নজরুল হোসেন সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
তিনি স্বেচ্ছাচারিতা বর্জন করে যে-কোন অবস্থায়, যে-কোন মূল্যে উদ্যোগী হয়ে নিজের জন্য সমাজের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য গুরুত্ব আরোপ করেন এবং বলেন," যদি তুমি মাস্ক পরো তবে তুমি বেশ, মাস্ক যদি না পারো তবে তুমি শেষ "।
মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স এন্ড পিএমটি  মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি  মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশ থাকে যে, মোটর শোভাযাত্রাটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল পেজ থেকে সরাসরি লাইভ করা হয় ।