Monday, 05 June 2023

   12:12:55 PM

bmp
logo
বিএমপি কর্তৃক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত।

1 year ago

লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতা উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর আদেশক্রমে, ০৫ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ও বিকাল ১৭ঃ০০ ঘটিকায় নগরীতে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি  মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর নেতৃত্বে, র্যালিটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে জেলাস্কুল মোড়, ,জেলা স্কুল মোড়, সদর রোড জেলখানা মোড়, হাসপাতাল রোড, নতুনবাজার, নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ব বিদ্যালয়, কালিজিরা ব্রিজ, শেরে-বাংলা মেডিকেল কলেজ রোড, লঞ্চ ঘাট, হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি সহ, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
প্রকাশ থাকে যে, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রতিদিন সকাল-বিকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম চলমান থাকবে।