বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল, মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জনাব মোঃ আহসান হাবিব খান, মাননীয় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম মহােদয়গণ আজ ২৭ মে ২০২৩ খ্রিঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে বরিশালে অবস্থানকালে বরিশাল সার্কিট হাউজে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনার ও মাননীয় সচিব মহোদয়গণ কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম বার সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।