বিএমপি
কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩-০৪-২০২৩ খ্রিঃ
বেলা ১৫:২৫ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৩ নং ওয়ার্ডস্থ মধ্য মতাসার
সাকিনস্থ মেহগনি তলা নামক তিন রাস্তার মোড় অভিযান পরিচালনা করেন।
অভিযান
পরিচালনায় অভিযুক্ত ১) শাহাদাৎ হোসেন মন্টু (৪২), পিং- মোঃ আজাহার আলী
পন্ডিত, মাতা- মাজেদা বেগম, সাং- ছোট শিবা, পন্ডিত বাড়ী, ০৬নং ওয়ার্ড,
চরকাজল ইউনিয়ন, থানা- গলাচিপা, জেলা - পটুয়াখালীর হেফাজত হতে ৩০ বোতল
ফেনসিডিল উদ্ধার পূর্বক তাকে ধৃত করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
