Saturday, 30 September 2023

   11:08:44 AM

bmp
logo
০৩ কেজি গাঁজা সহ আটক ০১ জন।

5 months ago

বিএমপি কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫-০৪-২০২৩ খ্রিঃ বেলা ১৭:৩৫ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা সড়কের চন্দ্রপাড়া দ্বিতীয় গলির মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ লোকমান হাওলাদার ওরফে মোহাম্মদ সজীব হাওলাদার (৪৫), পিং- মোঃ আফসার আলী, মাতা- সেতারা বেগম, সাং- রাফিয়াদি,হাওলাদার বাড়ি, ৯নং ওয়ার্ড, চাঁদপাশা ইউপি, থানা- বিমানবন্দর জেলা- বরিশাল এর হেফাজত হতে ০৩(তিন)কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে ধৃত করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।