Monday, 05 June 2023

   12:28:59 PM

bmp
logo
ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ০৩ জন গ্রেফতার।

2 months ago

বিএমপি এয়ারপোর্ট থানার একটি চৌকস অভিযানিক টিম ডাকাতি প্রস্তুতির ঘটনা সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে ১৮-০৩-২০২৩ খ্রিঃ ভোর রাত ০৪:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম সাকিনস্থ ২নং অভিযুক্ত মোঃ আরিফুল ইসলাম ধলু এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা।
অভিযান পরিচালনায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ০১। মোঃ আবুল বাশার ফকির @ ফটিক ফকির (২৯), পিতা-জিন্নাত আলী ফকির, মাতা-পেয়ারা বেগম, সাং-মাহিলাড়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২) মোঃ আরিফুল ইসলাম ধলু (৩৩), পিতা-মৃত ড্রাইভার মোঃ খোরশেদ আলম চৌধুরী, মাতা-আনোয়ারা বেগম, সাং-কলসগ্রাম, ২নং কাশিপুর ইউপি, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল, ৩) মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ ইসমাইল হাওলাদার, সাং-মাদারকাঠি, থানা-বানারীপাড়া, জেলা-বরিশালদেরকে এয়ারপোর্ট থানা পুলিশ হাতেনাতে ধৃত করেন।
এ সময় ধৃত ডাকাতদের হেফাজত হতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ঘর ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।