জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বাইসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
বিকেল ৪টায় নগর ভবনের সামনে বাইসাইকেল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
উদ্বোধন শেষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি বের হয়।
বাইসাইকেল র্যালিটি নগর ভবনের সামনে থেকে শুরু নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।
বাইসাইকেল র্যালিতে আরো অংশগ্রহণ করেন,
বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম সহ নানান শ্রেণী-পেশার ও বয়সের সম্মানিত নাগরিকবৃন্দ।