Monday, 05 June 2023

   12:50:50 PM

bmp
logo
বাঙালী গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত।

3 months ago

০৪ মার্চ ২০২৩ খ্রিঃ বিকাল ৪ টায় বধ্যভূমি টর্চারসেল প্রাঙ্গনে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনী, রাজাকার, আলবদর কর্তৃক
বাঙালী গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আয়োজিত প্রতিবাদী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়।
প্রতিবাদী সমাবেশের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের স্মৃতির স্মরণে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত আইজিপি, সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব নুরুল আলম, উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় জনাব ড. মোঃ ছাদেকুল আরেফিন সহ অন্যান্য আমন্ত্রিত সুধীজন ও সাধারণ নাগরিকবৃন্দ।