Thursday, 30 March 2023

   08:43:22 AM

bmp
logo
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ০৩ জন গ্রেপ্তার

2 months ago

বিএমপি কাউনিয়া থানার একটি চৌকস অভিযানিক টিম ডাকাতি সংগঠনের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে বিধি মোতাবেক
২৯-১২-২০২২ খ্রিঃ রাত ২১ঃ৪৫ টায় কাউনিয়া থানাধীন শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ কর্নারে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযুক্ত ডাকাত ১। মোঃ নুরুজ্জামান কাজী (৪৫), পিতা-মৃত ধলু কাজী, মাতা-সামেলা বেগম, সাং-আদিতপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর ২। মোঃ সম্রাট (৪৮), পিতা-মৃত গুঞ্জর ফকির, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং-বাজিতপুর, তালতলা, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, ৩। মোঃ বাচ্চু খান (৩৪), পিতা- মৃত নুরুল হক লোকমান, মাতা- জবেদা বেগম, সাং-মাছচর, বাজিতপুর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরদেরকে কাউনিয়া থানা পুলিশ হাতেনাতে ধৃত করেন।
এ-সময় ধৃত ডাকাতদের হেফাজত হতে নিম্ন বর্ণিত দেশীয় অস্ত্র ও ঘর ভাঙ্গার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ
১) একটি রামদা
২) একটি চাকু,
৩) একটি ষ্টীলের সেলাই রেঞ্জ
৪) একটি তালা ভাঙ্গার লোহার যন্ত্র
৫। একটি ধারালো দা উদ্ধার করা হয়।
অভিযুক্ত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
ধৃত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।