বাংলাদেশ পুলিশে প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইজন কর্মকর্তাকে "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি'জ ব্যাজ)" প্রদান করা হয়।
আইজি'জ ব্যাজে ভূষিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা হলেন, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ ফজলুল করিম।
উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের চতুর্থবারের মত এই পদকে ভূষিত হলেন।
পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে (৫ জানুয়ারি ২০২৩) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে আইজি'জ ব্যাজ প্রদান করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি'জ ব্যাজ)" প্রদান করা হয়।