Thursday, 30 March 2023

   08:48:13 AM

bmp
logo
কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ১৪নং বিটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

2 months ago

০৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ বিকাল ০৪ টায় বিএমপি কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ১৪নং বিটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব রাসেল, পিপিএম-সেবা।
ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত ভুক্তভোগী জনসাধারন নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি ও অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব এইচ. এম. আবদুর রহমান মুকুল পিপিএম অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের সমস্যা শ্রবণ করে উত্থাপিত সমস্যার সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় সংশ্লিষ্ট বিট অফিসার ও বিভিন্ন সেবা প্রত্যাশীগন উপস্থিত ছিলেন।