Thursday, 30 March 2023

   08:36:08 AM

bmp
logo
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।

3 months ago

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার  মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার ।

বক্তব্যের শুরুতেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল বীর শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এসময় তিনি আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব। আপনাদেরকে কাছে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আপনাদেরকে সংবর্ধনা দিতে পেরে নিজেদেরকে আমরা ভাগ্যবান মনে করছি। যাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল তাঁরা যেনো পুনরায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।