২৪ নভেম্বর ২০২২ খ্রিঃ সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে চরমোনাই বাৎসরিক মাহফিল (আগামী ২৫-২৮ নভেম্বর ২০২২ খ্রিঃ) এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিউটিতে নিয়োজিত বিএমপি'র পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্বে করেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব আবু আহাম্মদ আল মামুন।
এ-সময় তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, নিজের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করতে হবে। চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স জনাব মােঃ শহীদুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ