Saturday, 30 September 2023

   01:17:33 PM

bmp
logo
চোরাই মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার।

10 months ago

বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানিক টিম
১৫-১১-২০২২ খ্রিঃ এয়ারপোর্ট থানাধীন চহুতপুর সাকিনস্থ ২৮নং ওয়ার্ড হইতে চুরির চেষ্টা করাকালীন অভিযুক্ত মোঃ রুবেল মৃধা (২৫), পিতা-মোঃ জলিল মৃধা, মাতা-মিসেস কমলা বেগম, সাং-কয়ার চর, ০৮নং ওয়ার্ড, থানা-নলঠিটি, জেলা-ঝালকাঠি, বর্তমান সাং-রুপাতালী, উকিল বাড়ি সড়ক, ২৫নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্ত রুবেল এর দেওয়া তথ্য মতে পেশাদার আন্তঃজেলা চোর চক্রের অপর সদস্য মোঃ খালিদ হাসান ইমন (৩৪), পিতা-মোঃ খলিলুর রহমান @ মিঠু, মাতা-খাদিজা বেগম @ রানী হালদার, সাং-বেতমোর, রাজপাড়া, গইজউদ্দি দফাদার বাড়ী, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, বর্তমান সাং-২৩নং ওয়ার্ডস্থ মাওলানা ভাসানী সড়ক সোহরাব খান হাউজিং মোঃ আলমগীর হোসেন আবির এর বাড়ির নিচতলার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালকে কোতয়ালী মডেল থানাধীন ২৩নং ওয়ার্ডস্থ মাওলানা ভাসানী সড়ক সোহরাব খান হাউজিং মোঃ আলমগীর হোসেন আবির এর বাড়ির নিচতলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের হেফাজত হইতে চোরাই মালামাল-
১। নগদ টাকা ৫০,০০০/-,
২। স্বর্ণের আংটি ০২টি, স্বর্ণের কানের ঝোমকা ০১ জোড়া, স্বর্ণের কানের দুল ০৪ জোড়া, স্বর্ণের কানের রিং ০১ জোড়া,
৩। ১৪টি হাত ঘরি,
৪। মোটরসাইকেল ০১টি,
৫। LED ০৩টি।
৬। বিভিন্ন বাহিনীর ট্রাকসুট।
৭। বুট জুতা (বিভিন্ন বাহিনীর)।
৮। এন্ড্রোয়েট মোবাইল সেট ০৮ টি।
৯। বাটন মোবাইল সেট ০৫ টি।
১০। DSLR ক্যামেরা বড় ০২টি ও ছোট ০৩টি, লেন্স ০১টি।
১১। স্বর্ণ পরিমাপ করার ডিজিটাল নিক্তি ০১ টি।
১২। কাটার স্ক্রু ড্রাইভারসহ অন্যান্য চোরাই কাজে ব্যবহৃত যন্ত্র।
১৩। চাবির বাক্স ০১ টি।
১৪। মোবাইল কাভার ১৫ টি।
১৫। মিউজিক বক্স ০১ টি।
১৬। মোবাইল সিমের বক্স ০১ টি।
১৭। মোবাইলের খালি বক্স ০৫ টি।
১৮। বিডি পুলিশ সোল্ডার লাইট ০১টি উদ্ধার করা হয়।
উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।