Thursday, 08 December 2022

   09:47:46 AM

bmp
logo
কোতোয়ালি থানাধীন আনছার উদ্দিন মল্লিক কলেজে বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

2 months ago

১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় বিএমপি কোতোয়ালি থানাধীন ২৩ নং ওয়ার্ডের আনছার উদ্দিন মল্লিক কলেজে বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোঃ নজরুল হোসেন।
শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত ভুক্তভোগী জনসাধারন নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের সমস্যা শ্রবণ করে উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি থানা জনাব মোঃ খলিলুর রহমান, অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা জনাব মোঃ আজিমুল করিম, কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী।