Thursday, 30 March 2023

   08:48:47 AM

bmp
logo
২ (দুই) কেজি গাঁজাসহ আটক ০২।

7 months ago

বিএমপি গোয়েন্দা শাখার স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৮/২০২২ খ্রিঃ ১১:৪৫ ঘটিকার সময় বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ২৪ নং ওয়ার্ডস্থ রুপাতলী হাউজিং বাজারের নগর প্লাজা মার্কেটের তালুকদার স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ সজিব হাওলাদার (২২), পিতা- মৃত মোঃ মোঃ নজরুল ইসলাম হাওলাদার , মাতা- মোসাঃ রেহানা বেগম , সাং- পূর্ব আখন কান্দি, জসিম বালা মেম্বারের বাড়ী, থানা- সখিপুর , জেলা- শরীয়তপুর, এর নিকট হতে ০১ (এক) কেজি গাঁজা এবং ২। আইনের সংঘাতে জড়িত শিশু মোঃ শরীফ হোসেন বেপারী (১৬), পিতা- মোঃ অলি উদ্দিন বেপারী, মাতা- মোসাঃ বিলকিস বেগম, সাং- বাহেরচর,বেপারী বাড়ি, ইউপি- বড় জালিয়া, থানা- হিজলা, জেলা বরিশাল এর হেফাজত হতে ১(এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।