Thursday, 30 March 2023

   08:50:30 AM

bmp
logo
১০৫০ (এক হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০৩ জন।

7 months ago

বিএমপি বন্দর থানার অভিযানিক টিম ওয়ান গোপন সংবাদের ভিত্তিতে ২৬-০৮-২০২২ খ্রিঃ রাত ২৩:৪৫ ঘটিকায় বিএমপি বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউ‌নিয়ন,০৯নং ওয়ার্ড, কর্ণকা‌ঠি সা‌কিনস্থ খয়রাবাদ ব্রী‌জের নী‌চে ১নং অভিযুক্ত মোঃ বাদল হাওলাদার এর বসত ঘ‌রে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ বাদল হাওলাদার (৩১) , পিতা-মোঃ বাবুল হাওলাদার, সাং-কর্ণকা‌ঠি,০৯ নং ওয়ার্ড, থানা-বন্দর, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ১০৫০(এক হাজার পঞ্চশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক‌রেন এবং তাহার সহ‌যোগী ২। মোঃ সাইফুল ইসলাম অপু (২৮) ,পিতা-‌মোঃ হা‌বিবুর রহমান, সাং- কর্ণকা‌ঠি, থানা-বন্দর,জেলা-ব‌রিশাল ও ৩। মোঃ আল আ‌মিন খ‌লিফা(২৪),পিতা-‌মোঃ শুক্কুর খ‌লিফা,সাং-খ‌লিফা বাড়ী,আহ‌ম্মেদ মোল্লা সড়ক,বি‌সি‌সি-২৫ নং ওয়ার্ড, থানা-‌কোতয়ালী,জেলা-ব‌রিশালদ্বয়‌কে ধৃত করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।