Thursday, 08 December 2022

   08:45:13 AM

bmp
logo
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পরিবারকে মুখ্য ভূমিকা পালন করতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি।

3 months ago

২৩ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০ঃ০০ ঘটিকায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের আয়োজনে, সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম বার মহোদয়।
এ সময় তিনি মাদকের সামাজিক ও শারিরীক কুফল উল্লেখ করে সবাইকে মিলে একসাথে কাজ করে মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধ করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা,স্বাস্থ্য জ্ঞানের চর্চা ও পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক থেকে অনেকটা দূরে থাকা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব জসীম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।