Saturday, 30 September 2023

   11:48:44 AM

bmp
logo
০৩ (তিন) কেজি গাঁজাসহ আটক ০১।

1 year ago

বিএমপি গোয়েন্দা শাখার জোন-১, টীম-১ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২১-০৮-২০২২ খ্রিঃ, বিকাল ১৬:৫০ ঘটিকার সময় বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের মসজিদ ঘাটের গ্যাংওয়ে এর ০১নং সাক্ষী মোঃ রাসেল হাং এর চায়ের টং দোকানের সামনে পল্টুনোর উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ খলিলুর রহমান @ মোঃ খলিল (৩৭), পিতা- আঃ হামিদ খান @ আবুল হাশেম খান, মাতা- মোসাঃ আম্বিয়া খাতুন, সাং- পরীরখাল, ০৮নং ওয়ার্ড, ০৯নং এম বালিয়াতলী ইউপি, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা এর হেফাজত হতে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে ধৃত করেন।
ধৃত অভিযুক্তের তথ্যমতে উদ্ধারকৃত গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর পলাতক অভিযুক্ত মোঃ মফিজ হাওলাদার (৪৫), পিতা- আলমগীর হাওলাদার, সাং- গর্জবুনিয়া (গর্জবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে) ১০নং নলটোনা ইউপি, থানা- বরগুনা (সদর), জেলা- বরগুনা।
ধৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।