Thursday, 08 December 2022

   08:30:40 AM

bmp
logo
৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ০১ জন।

3 months ago

বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ এর টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ১৮-০৮-২০২২ খ্রিঃ, বিকাল ১৭:৩০ ঘটিকায় বিএমপি কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ ”১তলা” লঞ্চঘাট সংলগ্ন জনৈক মোঃ পলাশ খানের রুটি-বিস্কুটের দোকানের সামনের টার্মিনালে পল্টুনের উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) আমিনুল ইসলাম রুবেল (৩৪), পিতা- মোঃ আনছার উদ্দীন, মাতা- মলিনা বেগম, সাং- উত্তর ফুলহাতা, হাওলাদার বাড়ী, ০৫নং ওয়ার্ড, ১১নং বহরগুনিয়া ইউপি, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট এর হেফাজত হতে ০৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে ধৃত করেন।
ধৃত অভিযুক্তের তথ্যমতে উদ্ধারকৃত গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর পলাতক অভিযুক্ত ২) মোঃ মন্টু জমাদ্দার (৫৫), পিতা- আহম্মদ আলী জমাদ্দার, সাং- উত্তর ফুলহাতা (জমাদ্দার বাড়ী) ০৫নং ওয়ার্ড, ১১নং বহরগুনিয়া ইউপি, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট। এবং পলাতক আসামী মোঃ মফিজুল ইসলাম (৫০), পিতা- কেরামত আলী ডাকুয়া, সাং- বর্ষাকাঠী, ০৪নং ওয়ার্ড, ০২নং সোহাগদল ইউপি, থানা- নেছারাবাদ (স্বরূপকাঠী), জেলা- পিরোজপুর।
ধৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।