Thursday, 02 February 2023

   01:45:58 AM

bmp
logo
০২ (দুই) কেজি গাঁজা সহ আটক ০১ জন।

5 months ago

বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ এর টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে ১১-০৮-২০২২ খ্রিঃ, রাত ০২:৫৫ ঘটিকায় বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ দুই তলা লঞ্চঘাটের পল্টনে ঢোকার ২য় গ্যাংওয়ে পথের মূখে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রাব্বি খান (২৯), পিতা- মোঃ শাহ আলম খাঁন, মাতা- মালা বেগম, সাং- পদ্মবতী রোড, মোল্লা ভিলা, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাহাকে ধৃত করেন।
উদ্ধরকৃত গাঁজা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ওপর পলাতক অভিযুক্তরা হলেন, ১) মোঃ রিফাত শাহ (২৮), পিতা- মোঃ সেলিম শাহ, মাতা- মোসাঃ হেলেনা বেগম, সাং- ৮৭নং চকবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, রসুলপুর কলোনী, ০৯নং ওয়ার্ড,থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এবং ২) মোঃ আমীন (২৫), পিতা- মোঃ রব, সং- আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ীর সামনে, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।