Saturday, 30 September 2023

   11:55:55 AM

bmp
logo
শোক বার্তা

1 year ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশালের পিআরএল ভোগরত সহকারী পুলিশ কমিশনার/ জনাব সৈয়দ রবিউল ইসলাম (বিপি-৬২৮৬০৮১৬০০), পিতাঃ সৈয়দ শওকত আলী, গ্রামঃ মহিষখোলা, পোস্টঃ নড়াইল, থানাঃ নড়াইল, জেলাঃ নড়াইল স্মারক নং-বিএমপি(সিআরও)/পেনশন/১১-২১/৪১০৪/১(২৬) তারিখ-২৯/০৯/২০২১ খ্রিঃ মোতাবেক ৩০/০৯/২০২১ খ্রিঃ সকাল হতে ২৯/০৯/২০২২ খিঃ বিকাল পর্যন্ত ০১ (এক) বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করার জন্য ২৯/০৯/২০২১ খ্রিঃ রওনা দেন। তিনি উক্ত ছুটি ভোগরত অবস্থায় ০৩/০৮/২০২২ খ্রিঃ ১৬.১০ ঘটিকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।