Friday, 30 September 2022

   08:37:46 AM

bmp
logo
বিএমপি কমিশনারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

1 month ago

০৩ আগস্ট ২০২২ খ্রিঃ সকাল ১১ঃ৩০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সাথে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশি সেবা কে সহজতর উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে এ সময় তিনি বলেন, আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সবসময়ই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপি'র সকল সদস্য সহ আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই।
এ সময় গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন সহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।