Monday, 05 June 2023

   01:28:35 PM

bmp
logo
৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

10 months ago

বিএমপি কাউনিয়া থানার একটি চৌকস টিম
গোপন সংবাদের ভিত্তিতে ২৬-০৭-২০২২ খ্রিঃ, রাত ০২:১০ ঘটিকায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৭নং ওয়ার্ডস্থ ব্রাঞ্চরোড, তৃতীয় পুকুর কসাই কালাম এর বাড়ীর ভাড়াটিয়া রাসেল হাওলাদারের ভাড়াটিয়া বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রাসেল হাওলাদার (২৫), পিতা -মোঃ কামাল, মাতা- জোসনা বেগম, স্থায়ী সাং কালীগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল গলি, রঙ্গশ্রী ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল ,বর্তমান সাং-কাউনিয়া ব্রাঞ্চরোড, তৃতীয় পুকুর কসাই কালাম এর ভাড়াটিয়া থানা-কাউনিয়া, বরিশাল এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।