Monday, 08 August 2022

   05:07:55 AM

bmp
logo
বিএমপি বন্দর থানা বার্ষিক পরিদর্শন।

1 month ago

২২ জুন ২০২২ খ্রিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার বিএমপি বন্দর থানা বার্ষিক পরিদর্শন করেন ।
পরিদর্শনকালে থানার রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পাশাপাশি থানার সকল অফিসারদের যথাসময়ে ওয়ারেন্ট তামিল, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদারে বিশেষ তাগিদ সহ থানার সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল অফিসারদের ব্রিফ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি জনাব মোঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি জনাব মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।