Monday, 08 August 2022

   05:09:46 AM

bmp
logo
উপ- পুলিশ কমিশনার (পুলিশ সুপার) থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় Rank Badge পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত।

1 month ago

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায়, ১৪ জুন ২০২২ খ্রিঃ বেলা ১০ঃ০০ টায় বিএমপি পুলিশ কমিশনার সম্মেলন কক্ষ বরিশালে মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব প্রলয় চিসিম মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও Rank Badge পড়িয়ে দেন।
এ- সময় উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব প্রলয় চিসিম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত র্যাংক ব্যজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমপির শীর্ষ কর্মকর্তা সহ অন্যান্য অফিসারবৃন্দ।