Monday, 08 August 2022

   05:12:15 AM

bmp
logo
নগর গোয়েন্দা বিএমপির জালে ০২ (দুই) কেজি গাঁজা সহ আটক ০১

1 month ago

১৬ জুন ২০২২ খ্রিঃ ১৭:৩০ টায় নগর গোয়েন্দা বিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস নাগের নেতৃত্বে একটি চৌকস টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের পল্টুনের উপর ০১নং সাক্ষী মোঃ আবু বক্কর এর ফলের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ০২ কেজি গাঁজা সহ মোঃ মাইনুল ইসলাম (২২), পিতা-আব্দুল ছালাম হাওলাদার, মাতা-মোসাঃ ফরিদা বেগম, সাং-কানুদাসকাঠি, ৭নং ওয়ার্ড, ৪নং গলুয়া ইউপি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠীকে আটক করেন।
এসময় অপর সহযোগী মোঃ আলিম (২৮), (ড্রাইভার) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-বাগরী বাজার, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠী ঘটনাস্থল হতে সু-কৌশলে পালাইয়া যায়।
অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে