১৫ মে, ২০২২ খ্রিঃ সন্ধ্যায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিলসেডে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিআইজি বরিশাল রেঞ্জ, জনাব এস এম আখতারুজ্জামান মহোদয় কর্তৃক সম্মানিত অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়কে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও বদলি সূত্রে বরিশাল থেকে বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমপি পুনাক সভানেত্রী ও সহধর্মিণী বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আফরোজা পারভীন।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে বিএমপি কমিশনার জনাব মােঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয়ের সাফল্যমন্ডিত কর্মের কথা উঠে
আসে। পেশাগত জিবনে তিনি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকস কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন।
এ সময় তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের
উত্তরোত্তর সাফল্য কামনা করে রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননাসূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানের শেষাংশে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, জনাব ড. মোঃ ছাদেকুল আরেফিন, অধিনায়ক র্যাব-৮ বরিশাল (ডিআইজি) জনাব মোঃ জামিল হাসান, বিপিএম- সেবা, পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরিশাল জনাব খন্দকার আনােয়ার হােসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ পুলিশের অন্যান্য ইউনিটের শীর্ষ কর্মকর্তা বৃন্দ।