Thursday, 02 February 2023

   12:30:29 AM

bmp
logo
বিএমপি বন্দর থানার দুরদর্শিতায় ০৩( তিন) কেজি গাঁজা সহ আটক ০২

1 year ago

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ দুপুর ১৪ঃ৩০ ঘটিকায় বন্দর থানার একটি চৌকস টিম বন্দর থানাধীন ০৭ নং চরকাউয়া ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড চরআইচা সাকিনস্থ মোঃ কাশেম এর বসতঘরের সামনে সিদ্দিক বাজার থেকে এআর খান স্কুলে যাওয়ার পাকা রাস্তায় এবং ২২ঃ৪০ ঘটিকায় বন্দর থানাধীন ০৭ নং চরকাউয়া ইউনিয়ন ০২ নং ওয়ার্ড চরকাউয়া সাকিনস্থ জিরো পেয়ন্টে ভোলা বরিশাল পাকা রাস্তায় ও পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ১৪ঃ৩০ ঘটিকায় ভোলা জেলা ও সদর থানাধীন পৌর ৭নং ওয়ার্ডস্থ আমানতপাড়ার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম(৩০) কে ০১ কেজি গাঁজা ও রাত ২২ঃ৪০ ঘটিকায় বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড বিসিসি চানমারি মাদ্রাসা গলির মতলেব দেওয়ানের ছেলে মোঃ মাসুম দেওয়ান (২৮) কে দুই কেজি গাঁজাসহ আটক করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।